ইউ এস ব্লগ সম্পর্কে
মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে একটি ব্লগ সাইটে দ্বীন ইসলাম নিয়ে কাজ করার যোগ্যতা ও তাওফীক দান করেছেন। লক্ষ কোটি বার দরুদ প্রেরণ করেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যার উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করি।
ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সর্বকালের সর্বযুগের মানুষের জন্য আল্লাহ প্রদত্ত হেদায়াত ও সার্বজনীয় এক দিক নির্দেশনা। আল্লাহ তাআলার পক্ষ হতে মানুষের উপর আরোপিত যাবতীয় আদেশ-নিষেধ ও বিধি-বিধান এর সমষ্টির নাম হচ্ছে শরীয়ত।
এতে মানুষের চিন্তা বিশ্বাস ও ধ্যান-ধারণা, আখলাক-চরিত্র, আচার-আচরণ, এবাদত-বন্দেগি, আত্মিক ও আধ্যাত্মিক বিষয়াবলী, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, প্রেম ভালোবাসার বন্ধন, মানুষের প্রতি মানুষের সহানুভূতি, দয়া অনুগ্রহ, ব্যবসা-বাণিজ্য, লেনদেন সবকিছুই বিধৃত হয়েছে। জীবনের কোন দিক তাতে বাদ পড়েনি।
ইউ এস ব্লগ বর্তমান প্রেক্ষাপটে ইসলাম নিয়ে ভুল ধারণা নিরসনের জন্য ইউ এস ব্লগ নিরন্তর কাজ করে যাচ্ছে ও যাবে।ইসলাম ও মুসলিমদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করে। বর্তমান প্রেক্ষাপটে ইসলাম নিয়ে ভুল ধারণা নিরসনের জন্য ইউ এস ব্লগ নিরন্তর কাজ করে যাচ্ছে ও যাবে।
আমাদের সাইটে সব ধরণের জ্ঞান আহরণের উদ্দেশ্যে প্রশ্ন করাকে উৎসাহিত করা হয়, অথচ কোন ধর্ম, বা কোন মতামতের প্রতি কুৎসিত ভাষায় আক্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ইউ এস ব্লগ এর মূল শক্তি এর লেখক ও পাঠক। এটি নিছক একটি ব্লগ না; বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তার মনের যুক্তিপূর্ণ ও শালীন কথাগুলো পাঠকের উদ্দেশ্যে রেখে যেতে পারেন, যা বছরের পর বছর মানুষের চিন্তার খোরাক যোগাবে। নিবারণ হবে দ্বীনি ইলম পিপাসুদের পিপাসা।
ইউ এস ব্লগ সাইটে যদি কোন ধরনের অসঙ্গতি, ভুলত্রুটি পাঠক মহলের দৃষ্টি গোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে করে তৎক্ষণাৎ সেই ভুলটিকে শুধরে নিতে পারি।
পরিশেষে আবারো মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে ইউ এস ব্লগ সাইটে কাজ করার তাওফীক দান করেছেন। আল্লাহ তা'আলা যেন আমাদের এই ক্ষুদ্র মেহনতকে কবুল করেন এবং নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করেন। আমীন ইয়া রব্বাল আলামীন।
নিবেদক
ইউ এস
তারিখ : 29/07/2021
--------------------------------------------------------------------------------------------------------------------------
About US Blog
In the court of the great Rabbul Alamin, I would like to express my innumerable thanks to him who has given me the ability and tawfiq to work with Din Islam on a blog site. I have sent Darud millions of times to the greatest human being of all time, Hazrat Muhammad Mustafa (peace be upon him) whose Ummah I consider myself blessed to be.
Islam is a complete system of life. Guidance and universal guidance given by Allah to people of all ages. Shari'ah is the sum of all the commands, prohibitions and rules imposed on man by Allah.
It covers human thoughts and beliefs, morals, character, conduct, worship, spiritual and spiritual matters, the relationship of creation with the Creator, the bond of love, human sympathy for human beings, kindness, grace, business, trade, everything. Done. No aspect of life was left out.
The US Blog tries to give a clear idea about Islam and Muslims. In the current context, US Blogs are constantly working to dispel misconceptions about Islam.
Our site encourages questioning for the purpose of acquiring all kinds of knowledge, while attacking any religion, or any opinion with vulgar language is strictly forbidden.
The main strength of the US Blog is its author and reader. This is not just a blog; Rather, it is a platform where anyone can leave the logical and polite words of his mind to the reader, which will feed people's thoughts year after year. The thirst for religious knowledge will be quenched.
If any inconsistency or error is noticed by the readers on the US Blog site, you must comment so that we can correct the error immediately.
Finally, I would like to thank the great Rabbul Alamin again for giving me the tawfiq to work on the US Blog site. May Allah accept this small effort of ours and accept it as a means of salvation. Amin Ya Rabbal Alamin.
Petitioner
U.S.
Date: 29/07/2021
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.