Header Ads

Header ADS

উলামা ও মাশায়েখদের হক

 

 

উলামা ও মাশায়েখদের হক
 
উলামায়ে কেরাম ও পীর বুর্জুগানেদ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী ও স্থলাভিষিক্ত। এ কারণে তাদের হকও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের মধ্যে শামিল আছে এবং তা নিম্নরূপঃ 
১. ফুকাহা,মুজাতাহিদীন, মুহাদ্দিসীন, দ্বীন শিক্ষাদানকারী পীর বুজুর্গ ও ধর্মীয় গ্রন্থ প্রণেতাদের জন্য দু‘আ করা। 
২. শরীয়ত মুতাবেক তাদের অনুসরণ করা। 
৩. যারা জীবত আছেন, তাদেরকে ভালবাসা এবং শ্রদ্ধা করা। বিদ্বেষ না রাখা ও বিরোধিতা না করা। 
৪. সমর্থ ও প্রয়োজন অনুসারে তাদেরকে হাদিয়া পেশ করা।
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
* আল্লাহ তাআলার হক সম্পর্কে জানতে ক্লিক করুন।
* নবীদের হক সম্পর্কে জানতে ক্লিক করুন।
* ফেরেশতাদের হক সম্পর্কে জানতে ক্লিক করুন।
* সাহাবা ও আহলে বায়তের হক সম্পর্কে জানতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.