অপরের ইসলাহের মেহনত জরুরী US BLOG
অপরের ইসলাহের মেহনত জরুরী
সূরাতুল আসরে আল্লাহ তা‘আলা প্রত্যেককে প্রথমে ঈমান ও আমলে সালেহ এর সাথে সাথে অন্যকে সৎ বানানোর বা অন্যের ইসলাহের হুকুম দিয়েছেন। কাজেই ‘ইসলাহ’ অর্থাৎ অপরকে নিজ সামর্থ ও শক্তি অনুযায়ী ভাল বানানের চেষ্টা করা। এটাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যা প্রত্যেকের উপর ন্যস্ত। কেননা আল্লাহ পাক যেমনিভাবে ক্ষতি থেকে রক্ষা পাওয়াকে ঈমান ও আমলে সালেহ এর উপর মওকুফ করেছেন, এমনিভাবে
﴿وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ﴾ سورة العصر ۳
হক ও সবরের ব্যাপারে পারস্পারিক ফরমায়েশ ও তাগাদা প্রদানের উপরও ক্ষতি থেকে বাঁচতে মওকুফ করেছেন।
যেমনিভাবে আমাদের প্রত্যেককে ঈমান ও আমলে সালেহ এর হুকুম দেয়া হয়েছে তেমনিভাবে অন্যকে সৎ বানানো এবং অন্যের ইসলাহের জন্য প্রচেষ্টা চালানো ও ফিকির করার নির্দেশ দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.