Header Ads

Header ADS

আওলিয়ায়ে কিরাম আল্লাহর দরবারের গেইট । US Blog

 

আওলিয়ায়ে কিরাম আল্লাহর দরবারের গেইট

কামালাতে আশরাফিয়া কিতাবে আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহ. বলেন, আল্লাহ পাক যদি কোনো মানুষের ভাগ্যকে চমকাতে চান, তার নসীবকে জাগাতে চান তখন আল্লাহ পাক ঐ যুগের যে সকল বুযূর্গানে দ্বীন এবং আওলিয়ায়ে কিরাম আছেন তাদের মাহাসেন, (সৌন্দর্য) তাদের খুবি, তাদের প্রতি সু-ধারণা, তাদের সুন্দর সুন্দর গুণাবলী তার সামনে খুলে দেন। কারণ কোন আল্লাহওয়ালার ভাল গুণ যখন সামনে আসবে তখন তার সাথে মুহাব্বত হবে। তখন সে এর বরকতে আল্লাহ পাককে পেয়ে যাবে। এজন্যই বলা হয়ে থাকে. আওলিয়ায়ে কিরাম আল্লাহ পাকের দরবারের গেইটের মত। দরজা না খুলে যেমন দরবারে প্রবেশ করা যায় না তেমনি আওলিয়ায়ে কিরামের সোহবত ছাড়া, তাদের সাথে সম্পর্ক ছাড়া আল্লাহ পাকের দরবারে পৌঁছা যায় না। 


কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.