Header Ads

Header ADS

নবীদের হক

 

নবীদের হক 
 
আল্লাহ তা‘আলার সত্তা ও গুনাবলী এবং তাঁর পছন্দ ও অপছন্দনীয় বিষয়সমূহের জ্ঞান আমরা নবীদের মাধ্যমেই লাভ করেছি। ফেরেশতারা তাঁদের কাছে ওহী (ঐশী বাণী) এনেছেন, যার দ্বারা অনেক দুনিয়াবী লাভ-লোকসানের কথাও জানা গেছে। এ ছাড়া বহু ফেরেশ্তা আমাদের কল্যাণ কাজে নিয়োজিত। আল্লাহ তা‘আলার নির্দেশ অনুসারে তাঁরা সে কাজ পালন করে যাচ্ছেন। এ আলোকে নবী ও ফেরেশ্তাদের হকও আল্লাহ তা‘আলার মধ্যে শামিল হয়ে গেছে; বিশেষ ভাবে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান ও অনুগ্রহ আমাদের প্রতি সবচেয়ে বেশী । তাই তাঁর সম্পর্কে আমাদের কর্তব্য ও আমাদের প্রতি তাঁর হক অনেক বেশী। কিছু কর্তব্য নিম্নে উল্লেখ করা হলঃ
 
১. তাঁর নুবুওয়াত ও রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 

২. সকল বিধি-বিধানে তাঁর আনুগত্য করা ।
৩. তাঁর প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসাকে অন্তরে জাগরুক রাখা।
৪. তাঁর প্রতি দরূদ পাঠ করা ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.