দুরূদ শ্রেষ্ঠ দুআ || ইউ এস ব্লগ
দুরূদ শ্রেষ্ঠ দুআ
দুরূদ শরীফ পাঠ করা যেমন একটি ইবাদত সেই সাথে এটি অত্যন্ত উঁচু ও শ্রেষ্ঠ পর্যায়ের একটি দুআও। উলামায়ে কেরাম লিখেছেন, পৃথিবীতে এমন কোন দু‘আ নেই যা কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়, কিন্তু দুরূদ শরীফ এমন একটি দু‘আ যা কবুল হওয়াটা শতভাগ নিশ্চিত। এ কারণে যে কোন দু‘আর শুরু ও শেষে দুরূদ পাঠের নির্দেশ রয়েছে। অনুরূপ নামাযের শেষ বৈঠকে দুরূদ পাঠের বিধান রয়েছে। যেন দুরূদের বরকতে আল্লাহর দরবারে এআমলগুলো গ্রহণীয়তা নিশ্চিত হয়। অতএব বান্দা দু‘আ করে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে যেসব রহমত, বরকত ও কল্যাণ হাসিল করতে পারে তদ্রƒপ দুরূদের দ্বারাও সেগুলো অর্জন করতে পারে। বরং আগত (উবাই ইবনে কা‘ব এর ঘটনা) একটি হাদীস দ্বারা জানা যাবে যে, যদি কোন ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পাঠের কারণে আল্লাহর দরবারে নিজের বা অন্যের জন্য দু‘আ করার কোন সময়ই না পায়। তবুও আল্লাহ তাকে বিনা প্রার্থনায় তার সকল প্রয়োজন ও চাহিদা পূরণ করে দিবেন এবং গুনাহের মন্দ প্রভাব থেকে তাকে সম্পূর্ণ পাক-পবিত্র করে দিবে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.