দুরূদ শরীফের অনন্য বৈশিষ্ট্য US BLOG
দুরূদ শরীফের অনন্য বৈশিষ্ট্য! দুরূদের আমলে আল্লাহ নিজেও শামিল
কুরআন কারীমে আল্লাহ তা‘আলা অসংখ্য বিধি-বিধান বর্ণনা করেছেন কিন্তু দুরূদের নির্দেশ ও সম্বোধনের ভঙ্গি অন্যান্য বিধান থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। দুরূদের বেলায় আল্লাহ তা‘আলা যে সোহাগ মিশ্রিত মর্মস্পর্শী ভাষা অবলম্বন করেছেন তা অন্য কোন উচ্চ থেকে উচ্চতর আমলের জন্যও করেননি। নামায, রোযা ও হজ্জের বেলায় কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি নির্দেশ করেছেন। পক্ষান্তরে দুরূদের ব্যাপারে বলেছেন, এ আমলটি আমার ও আমার ফেরেশতাদের চির অনন্তকালের অযীফা এবং অভ্যাস ও রীতি। অতএব হে ঈমানদারগণ! তোমরাও স্বতঃস্ফুর্তভাবে তাতে অংশগ্রহণ কর। আর যে আমলে স্বয়ং আল্লাহ শামিল থাকেন তার মর্যাদা ও গুরুত্ব যে কত বেশি তাতো বলাই বাহুল্য।
পক্ষান্তরে ফেরেশতাদের দুরূদ প্রেরণের তাৎপর্য হলো তারা নবীজীর উচ্চ মর্তবা আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ তা‘আলার দরবারে দু‘আ করেন। আর তার উম্মাতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর মানুষের পক্ষ দুরূদ প্রেরণের তাৎপর্য হলো তারা আল্লাহ তা‘আলার দরবারে এই আরজী করবে, তিনি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার রহমত, ভালবাসা ও অনুকম্পা সর্বদায় জারী রাখেন এবং তার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকেন। সর্বোপরি তাকে মাকামে মাহমূদ ও শাফাআত করার সর্বোচ্চ ক্ষমতা দান করেন। -সুনানে তিরমিযী, ১/৪৯৬ হাদীস নং- ৪৮৫ সহীহুল বুখারী, তাফসিরু সুরাতিল আহযাব
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.