Header Ads

Header ADS

প্রতিবেশীর হক

 

প্রতিবেশীর হক

সাধারণ মুসলমানের ছাড়া যাদের মধ্যে বিশেষ গুণ রয়েছে বা যাদের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে তাদের হক আরো বেড়ে যাবে। যেমন প্রতিবেশি। প্রতিবেশী সম্পর্কে অধিক দায়িত্বসমূহের মধ্যে রয়েছেঃ 

১. সদাচরণ করা ও তার উপকার করা। 

২. তার পরিবারের ইজ্জত-আবুর প্রতি লক্ষ্য রাখা।

৩. সময় সুযোগমত প্রতিবেশীকে উপহার দেওয়া। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তাকে অন্ন দেয়ার ব্যপারে বিশেষভাবে যতœবান হওয়া। 

৪. তাকে কষ্ট না দেওয়া। ছোট খাটো ব্যাপার নিয়ে কথা বাড়াবাড়ি না করা। প্রতিবেশীর কষ্ট দুর করার নিমিত্ত শরীয়ত তার জন্য হককে শুফ‘আ এর বিধান দিয়েছে।

আলেমগণ লিখেছেন, বাড়ীতে থাকাকালীন যেমন প্রতিবেশী হয়ে থাকে তেমনি ভ্রমণেও প্রতিবেশী হয়। অর্থাৎ ভ্রমণ সাথী পুরো ভ্রমণের সাথী হোক বা আংশিক ভ্রমণের সাথী হোক হাদীসে একজনকে ‘জারে মাকাম’(স্থায়ী প্রতিবেশী) অন্যজনকে ‘জারে বাদিয়া’(ভ্রাম্যমান প্রতিবেশী বা ক্ষণস্থায়ী প্রতিবেশী) বলে আখ্যায়িত করা হয়েছে। ভ্রমণসাথীর  হকও বাড়ীর পার্শ্বস্থ প্রতিবেশীর হকের ন্যায়। 

সারকথা ভ্রমণ-সাথীর আরামকে নিজের আরামের উপর প্রাধান্য দিবে। কেউ কেউ যানবাহনে ভ্রমণ-সাথীর সংগে (সিট ও জানালা ইত্যাদি ছোট খাটো ব্যাপার নিয়ে) ঝগড়া করে; এটা অত্যন্ত হীনমন্যতার পরিচয়।

 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.