গোনাহ ছাড়ার সহজ পথ An easy way to get away with sin ইউ এস ব্লগ
গোনাহ ছাড়ার সহজ পথ
আল্লাহ তায়ালা আমাদেরকে দয়া করে, মায়া করে এবং মুহাব্বত করে মুফ্ত দৌলতে ঈমান দান করেছেন। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে, ঈমানের হেফাজত করা। আর ঈমানের হেফাজত করা যায় গোনাহ ছাড়ার মাধ্যমে। আল্লাহ তায়ালার নাফরমানী ছাড়ার মাধ্যমে। আল্লাহ তায়ালার নাফরমানী ছাড়ার সহজ-সরল ব্যবস্থা হলো:- আল্লাহ ওয়ালার দরবারে আসা। তাদের সহবত ও সংস্পর্শ এখতিয়ার করা।
যদি আল্লাহ ওয়ালার নজর একবার আমাদের উপর পড়ে তাহলেই আমাদের জীবন স্বার্থক ও সফল। কেননা তাদের নজরের ‘পাওয়ার’ রয়েছে। তাদের নজরের আছর বা প্রতিক্রিয়া রয়েছে।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.