কিয়ামত দিবসে বেনামাযীর করুণ পরিণতি
কিয়ামত দিবসে বেনামাযীর করুণ পরিণতি
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
﴾یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّ یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ﴿ۙ۴۲﴾ خَاشِعَۃً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّۃٌ ؕ وَ قَدْ کَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَ هُمْ سٰلِمُوْنَ ﴿۴۳
এ আয়াতের সারকথা হলো, কিয়ামতের দিবসের কঠিন মুহূর্তে আল্লাহ তা‘আলার একটি খাস তাজাল্লী (তাজাল্লীয়ে সাক) প্রকাশ পাবে। সবাইকে সিজদাবনত হতে বলা হবে। তখন কেবল তারাই সিজদাবনত হতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য সিজদা করত অর্থাৎ নামায পড়ত। কিন্তু সুস্থ্য-সবল থাকা সত্বেও যারা নামায পড়ত না, যারা নামাযের জন্য আহবান করত তাদের কথা শুনত না তারা আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সেদিন সিজদা করতে পারবে না। তাদের কোমর তক্তার মতো শক্ত করে দেয়া হবে। তখন তারা অপমান ও অপদস্তের শাস্তি ভোগ করবে। তাদের দৃষ্টি মাটির দিকে অবনত থাকবে।’ -সূরা আল কলম আয়াত-৪২-৪৩
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.