Header Ads

Header ADS

Emergency duty with the faith ঈমানের সাথে তাকওয়া জরূরী |

 

আল্লাহ তায়ালা বলেন:- يَآاَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا

হে আমার ঈমানদার বান্দাগন! আমার মাহবুব বান্দাগন! তোমাদের জন্য শুধু ঈমানই যতেষ্ট না। ঈমান আনার পর তোমাদের জন্য বিরাট একটা দায়িত্ব রয়েছে। আর তা হলো اتَّقُوْا اللهَ অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় কর। ঈমান আনার পর যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। আল্লাহ নির্দেশ মোতবেক জীবন পরিচালনা করা না হয়। তাহলে ঈমান কমজুর ও দূর্বল হয়ে যাবে। একটি দূর্বল লাইট বা বাতি জ্বালানোর পর হালকা বাতাস বা তীব্র বাতাস আঘাত হানার দ্বারা যেমনিভাবে লাইট বা বাতিটা নিভে যায় ঠিক তেমনিভাবে ঈমানের সাথে যদি তাকওয়া না থাকে, খোদাভীতি না থাকে, আল্লাহর এশক ও মুহাব্বত না থাকে তাহলে “জিধার কা হাওয়া উধার কা রুখ” যে দিক থেকে বাতাস আসবে সে দিকে চলে যাবে। যদি ঈমান মজবুত করতে চাও, ঈমান স্টং করতে চাও, মরনের সময় ঈমান সাথে নিয়ে যেতে চাও তাহলে তাকওয়া এখতিয়ার কর। তবেই এধরনের ঈমান নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়া যাবে। এবং ঈমানদার হিসাবে পরিচয় দেওয়া যাবে।
 

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.